ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বাল্টিক সাগরে যৌথ মহড়া চালাবে রাশিয়া-চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ১৮ জুলাই ২০১৭ | আপডেট: ০৮:৪৫, ১৯ জুলাই ২০১৭

আগামী ২১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত বাল্টিক সাগরে বড় ধরণের সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া ও চীন। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে ।

জানা গেছে, যৌথ নৌ মহড়ার প্রথম ভাগে প্রায় ১০টি রণতরী ও যুদ্ধ বিমান অংশ নেবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২১ জুলাই বাল্টিক সাগর তীরবর্তী নগরী বালতিস্কে চীনা নৌবাহিনীর বেশ কয়েকটি রণতরী পৌঁছে যাবে।

 একইদিন আনুষ্ঠানিকভাবে মহড়াটি উদ্বোধন করা হবে। উল্লেখ্য, ২০১২ সালে প্রথমবারের মতো দেশ দুটির মধ্যে যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হয়। সূত্র :তাস।

কেআই/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি