ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ পাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সমাজিক প্রতিরোধ কমিটি

প্রকাশিত : ১৮:৪৭, ১৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:৪৭, ১৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বিশেষ বিধান বহাল রেখে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ পাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সমাজিক প্রতিরোধ কমিটি। ঢাকা রিপোর্টাস ইউনিটিতে মহিলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে আলোচকরা বলেন, সাধারন মানুষের মতামতকে উপেক্ষা করে এই বিল পাশ করে সরকার দেশকে পিছিয়ে দিচ্ছে। মহিলা আইনজীবীর নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, বর্তমান আইনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এই আইনের মাধ্যেমে অপরাধকে বৈধতা দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তারা। বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ থেকে সরকারকে ফিরে আসারও আহ্বান জানান বক্তরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি