ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা, কুয়াশায় ফসলের ক্ষতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ৬ জানুয়ারি ২০২০

উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমছে না শীতের তীব্রতা। হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়ছে। বিভিন্ন জেলায় বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। আর কুয়াশায় ক্ষতি হচ্ছে ফসলের।

রংপুর অঞ্চলে আবারো হাঁড় কাপানো শৈত্য প্রবাহ শুরু হয়েছে। হিমেল বাতাস শীতের তীব্রতা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। সেইসঙ্গে অব্যাহত রয়েছে ঘন কুয়াশার দাপট। অন্যদিকে, ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

গত তিনদিন আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হলেও ঠাকুরগাঁওয়ে আবারও শীত ও ঠাণ্ডার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গরম কাপড়ের দোকানে বাড়ছে ভিড়।

গাইবান্ধায় সকাল-সন্ধ্যায় কুয়াশা, হিমেল বাতাস অব্যাহত রয়েছে। অন্যদিকে, প্রতিদিন ভোর রাত থেকে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের।

চলতি রবি মৌসুমে সিরাজগঞ্জে শীত বৃষ্টিতে সরিষার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। কুড়িগ্রামেও শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন।

হিমেল হাওয়া ও ঘনকুয়াশা চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়ে গেছে। সুর্যের  দেখা মিললেও ঠাণ্ডা হাওয়ায় শীত আরও জেঁকে বসেছে।

শীতের কারণে হাসপাতাল ও ক্লিনিকগুলোয় ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তদের ভিড় বেড়েই চলেছে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি