বাড়ি উচ্ছেদের রিটের শুনানী ২ জুলাই পর্যন্ত মুলতবি
প্রকাশিত : ২০:১৪, ৮ জুন ২০১৭

বিনা নোটিশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের গুলশানের বাড়ি উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে মওদুদ আহমদ করা রিটের শুনানী ২ জুলাই পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।
দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চে এ মুলতবি করেন। রিটে গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ে ওই বাড়ির নকশায় কোনো ধরনের পরিবর্তন না করা এবং পজেশন ফিরিয়ে দেওয়ার জন্য দুটি অন্তর্বতীকালীন আদেশ চাওয়া হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি রাষ্ট্রকেও এই রিটে বিবাদী করা হয়েছে। গত ৪ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের একটি বেঞ্চ মওদুদ আহমদকে তার গুলশানের বাড়ি ছাড়তে হবে বলে নির্দেশ দেন। পরে বুধবার বাড়ির নিয়ন্ত্রণ নেয় রাজউক।
সিংক+সিংক:
আরও পড়ুন