ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

বিএনপি জঙ্গিবাদে মদদ দিচ্ছে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ৩০ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:৫৩, ৫ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ থেকে সন্তানদের রক্ষা করতে অভিভাবক, শিক্ষক ও আইনশৃংখলা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরিদপুরে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, সরকার যখন দেশের উন্নয়নে কাজ করছে তখন বিএনপি জঙ্গিবাদে মদদ দিয়ে যাচ্ছে। এর আগে ফরিদপুরে বেশকিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিতে ফরিদপুরবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

দীর্ঘদিন পর ফরিদপুর সফরে আসেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে ১১টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি ২০টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এরপর একইস্থানে আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। আট বছর পর বঙ্গবন্ধু কন্যাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন ফরিদপুরবাসী।

পরে ভাষণে প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নে তার সরকারের নেয়া কর্মসূচি তুলে ধরেন। বিএনপি-জামাত জোট আমলের দুর্নীতির চিত্রও তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি।

বিএনপির বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ারও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক ও ঈমামদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বৃহত্তর ফরিদপুর অঞ্চল নিয়ে নতুন বিভাগ করার পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি