ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

বিএনপির প্রত্যাখ্যান, পর্যবেক্ষকরা বলছেন নির্বাচন সুষ্ঠ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ১৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

কারচুপির অভিযোগে বিএনপি ফলাফল প্রত্যাখ্যান করলেও পর্যবেক্ষকরা বলছেন, খুলনার সিটি নির্বাচন সুষ্ঠ হয়েছে। নির্বাচন কমিশন ছোটখাট কিছু ত্র“টি বিচুতি উতরে যেতে পারলে আগামী জাতীয় নির্বাচন আরও অবাধ ও নিরপেক্ষ হবে।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বৃহৎ দুই রাজনৈতিক দলের অবস্থান জানান দেয়ার বড় চ্যালেঞ্জ ছিল খুলনা সিটি নির্বাচন। তিনটি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত হওয়া ছাড়া মোটামুটি নির্বিঘেœই সম্পন্ন হয়েছে খুলনা সিটি মেয়র নির্বাচন।

বিজয়ের মালা পড়ে নতুন নগর পিতা হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নির্বাচন পর্যবেক্ষনকারী দুই বেসরকারী সংস্থা জনিপপ ও ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স-ফেমা’র দুই বিশ্লেষক বলছেন বিগত সব নির্বাচনের তুলনায় সুষ্ঠ হয়েছে খুলনায়।

নির্বাচনে ১০৫টি কেন্দ্রে কারচুপি হয়েছে এমন অভিযোগ তুলেছে বিএনপি, তবে তা প্রত্যাখ্যান করে বিজয়ের আনন্দে ভেসেছে আওয়ামীলীগ। নির্বাচন পর্যবেক্ষকরা মনে করছেন আওয়ামী লীগের উন্নয়নের রাজনীতির প্রতি সমর্থন জানিয়েছে খুলনাবাসী। 

খুলনার ফলাফল গাজীপুর সিটির নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে তা এখন দেখার অপেক্ষা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি