বিএনপির রাজনীতি প্রেস ব্রিফিংয়ের মধ্যে সীমাবদ্ধ: যুবলীগের চেয়ারম্যান
প্রকাশিত : ১৭:৫৪, ১৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৫৪, ১৯ মার্চ ২০১৭
জনগণের সাথে বিএনপির সম্পর্ক নেই; তাদের রাজনীতি প্রেস ব্রিফিংয়ের মধ্যে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
বিকেলে পটিয়া পৌরসভা ও উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে এ’কথা বলেন তিনি। ওমর ফারুক চৌধুরী আরো বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে। পৌর যুবলীগের সভাপতি নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।
আরও পড়ুন