ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বিএসএফ মহাপরিচালকের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ১৮ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মহাপরিচালক রাকেশ আস্থানা শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন।

আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জী জানান, বিএসএফ এর মহাপরিচালক আজ সকাল ১০ টায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এর আগে তিনি পূজায় অংশগ্রহণ করেন। প্রায় পনের মিনিট তিনি মন্দিরে অবস্থান করেন এবং ঘুরে ঘুরে দেখেন।

মন্দিরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার, সাধারণ সম্পাদক এড. কিশোর রঞ্জন মন্ডল, শ্রী বিপ্লব দে, শ্রী দিলীপ ঘোষ প্রমুখ।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি