ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বিচারপতি ও কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

প্রকাশিত : ২০:০৯, ২৩ মে ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বিচারপতি, কূটনীতিক এবং সরকারের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সম্মানে তার সরকারি বাসভবন গণভবনে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন।

ইফতারের আগে প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে আগত অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের সব শহীদ, জাতীয় চার নেতা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের জন্যও পরম করুণাময়ের দরবারে দোয়া করা হয়।

এ সময় দেশের আর্থ-সামাজিক উন্নয়ন বজায় রাখতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র নীতি অনুযায়ী বিশ্বের সব দেশের সংগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছাও জানান শেখ হাসিনা।

স্বাগত বক্তব্যে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের অবস্থান তুলে ধরে তা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান সরকার প্রধান। এ সময় আগামী অর্থবছরের বাজেট প্রসংগ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এছাড়া ঈদের সময়কালে রাস্ট্রীয় সফরে দেশের বাইরে অবস্থান করবেন বলে দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি