ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বিজেপি ঠেকাতে তৃণমূল প্রার্থীকে কংগ্রেসের সমর্থন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ২৭ জুন ২০১৮ | আপডেট: ১৬:৩৮, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের নেতা সুখেন্দু শেখর রায় বিরোধী দলের ডেপুটি চেয়ারপার্সন পদের প্রার্থী হতে চলেছেন রাজ্যসভায়। সরকার থেকে যদি ওই পদের প্রার্থীপূরণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়, তবে এই নিয়ে ভোট হবে। লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনও বিরোধী দলগুলির কাছে বিজেপির বিরুদ্ধে নিজেদের শক্তি বুঝে নেওয়ার লড়াই।

সূত্রের তরফ থেকে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে সমর্থন জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। টানা ৬ বছর ধরে রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন ছিলেন কংগ্রেসের পি জে কুরিয়েন। রাজ্যসভায় ৫১টি আসন থাকা কংগ্রেস স্বাভাবিকভাবেই ছিল এই পদটির দাবিদার। যদিও, কংগ্রেস নেতৃত্ব এখন বুঝতে পেরেছে যে, বিজেপি বিরোধী সরকার গঠন করতে গেলে তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে রাখলে আর চলবে না। বিজু জনতা দল এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির গুরুত্বপূর্ণ ভোটগুলি পাওয়ার জন্যও তৃণমূলের ওপরই নির্ভর করতে হবে তাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ওই দুই দল সমর্থন দেবে বলে জানা গেছে।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল বিজু জনতা দল এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতিও তৃণমূলের ডেপুটি চেয়ারপার্সন পদের প্রার্থীকেই সমর্থন জানাবে বলে মনে করা হচ্ছে। ১৯২২ সালে শেষবার এই পদটির জন্য নির্বাচন হয়েছিল। ওই সময় মূল প্রতিযোগিতা হয়েছিল তৎকালীন কংগ্রেস ও বর্তমানে বিজেপি নেত্রী নাজমা হেফতুল্লার সঙ্গে তৎকালীন বিরোধী দলের প্রার্থী রেণুকা চৌধুরীর।

১২৮টি ভোট পেয়ে সেবার জিতে যান বিজেপি প্রার্থী নাজমা হেফতুল্লা। যে সময় এই নির্বাচন হতে চলেছে, সেই সময় সর্বদলীয় জোটের প্রার্থীর কাছে বিজেপির প্রার্থীর হেরে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল। বিরোধী পক্ষ যতই সংঘবদ্ধ হোক, তাদের লড়াই কঠিন।

সূত্র: এনডিটিভি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি