ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

বিজয়ের ৪৯ বছরে বদলে যাওয়া বাংলাদেশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ৭ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মহাকাশে বাংলাদেশের পতাকা আঁকা স্যাটেলাইট। লক্ষ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মাথা তুলে দাঁড়িয়েছে পদ্মাসেতু। ঢাকায় চলবে মেট্রোরেল- স্বপ্ন নয়, বাস্তব। বিজয়ের ৪৯ বছরে বদলে যাওয়া বাংলাদেশ। গড়ে উঠেছে বড় বড় অবকাঠামো। অর্থনীতিবিদরা বলছেন, এ শুধু সাফল্যের প্রতীকই নয়, বিশ্ব দরবারে তুলে ধরছে দেশের মর্যাদা।

এ্যা বটমলেস বাসকেট, তলাবিহীন ঝুঁড়ি! সদ্য জন্ম নেয়া স্বাধীন বাংলাদেশের অর্থনীতি ও আর্থসামাজিক অবস্থা বুঝাতে এক সময় এরকম উপমাই ব্যবহার করতেন উন্নত বিশ্বের অর্থনীতিবিদ-রাজনীতিকরা। একেতো যুদ্ধবিধ্বস্ত তার ওপর ঝড়-জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগের দেশ। দেশটি বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে, চিন্তায়ই ছিলো না পশ্চিমা অর্থনীতিবিদদের।  

বিজয়ের প্রায় পাঁচ দশকে দারিদ্র্য বিমোচন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষা-স্বাস্থ্যের উন্নয়নে বিশ্বের সফলতম দেশগুলোর একটি। বিদ্যুৎ, জ্বালানি, তথ্য-প্রযুক্তি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্নয়নে অনেক দেশের চেয়ে ভাল অবস্থানে বাংলাদেশ।

অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, এগিয়ে যদি যেতে হয় তাহলে আমরা স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্তে, নিজেদের বাস্তবতায়, নিজেদের চিন্তা-ভাবনায় আমাদের মানুষকে নিয়ে এগিয়ে যাচ্ছি টেকসই উন্নয়নের পথে। এখন আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। অগ্রসারমান অর্থনীতিতে একটা সমাজের সমস্যা থাকে, সমস্যা আছে, সমস্যা আরও সৃষ্টি হবে এবং সেই সমস্যাগুলো আমরা আস্তে আস্তে উৎড়ে যাব।

মহাকাশে নিজস্ব স্যাটেলাইট। শান্তিপূর্ণ পরমাণুশক্তি ব্যবহারকারী দেশগুলোর এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুরে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নিজস্ব অর্থায়নে প্রমত্তা পদ্মার ওপর উঠেছে এশিয়ার অন্যতম দীর্ঘতম সেতু। আর যমুনার ওপর বঙ্গবন্ধু রেল সেতু ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের দুয়ার খুলছে।

বড় প্রকল্পের বেশিরভাগই দৃশ্যমান হচ্ছে গত এক দশক বা তারও কম সময়ে। অর্থনীতিবিদরা বলছেন, উন্নত বাংলাদেশ নির্মাণের সুদূরপ্রসারী পরিকল্পনার ফসল এসব মেগা প্রকল্প।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কোন আপস করা হবে না বলে ইতোমধ্যে সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। যদি কোভিড আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে কিন্তু সেই ক্ষতির মধ্যেও আমরা এই প্রকল্পগুলোকে বিশেষভাবে আগলিয়ে রাখবো।
 
মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্রবন্দর, কর্ণফুলী নদীতে টানেল, পায়রা সমুন্দ্রবন্দর, এলএনজি টার্মিনালের মতো বেশকটি মেগা প্রকল্প সমৃদ্ধ দেশের প্রতীক। বিদ্যুৎখাতে ব্যাপক বিনিয়োগ ও কয়লাভিত্তিক একাধিক বড় প্রকল্পে ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ।

প্রত্যন্ত গ্রামে দ্রুতগতির ইন্টারনেট সেবা। হাতে হাতে মোবাইল ফোন। 

বিজয়ের ৪৯ বছরে সড়ক যোগাযোগ ব্যবস্থায়ও ব্যাপক উন্নয়ন হয়েছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এখন চার লেন। প্রশস্ত হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়কও। 

বিজয়ের ৪৯ বছরে এ এক অন্য বাংলাদেশ! তলাবিহীন ঝুড়ি নয়, উন্নয়ন-অবকাঠামোর মোড়কে বদলে যাওয়া স্বপ্নের দেশ।
ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি