ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বিত্তবানদের দেয়া মাংসই যেন তাদের ঈদের খুশি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ২ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

বস্তি অথবা ছিন্নমূল শিশুদের ঈদের আনন্দ সবসময়ই একটু অন্যরকম। কোরবানির ঈদে তাদের কাছে বিত্তবানদের দেয়া মাংসই যেন ঈদের খুশি। তাইতো এক টুকরো মাংস নিতে বড়লোক বাড়ির সামনে অপেক্ষায় থাকে শৈশবের একটি দিন। 

করোনাকালের ঈদ। আনন্দের জোয়ারে ভাটা। তবে বস্তির শিশুদের ঈদের আনন্দ সবসময় এরকমই।  

বস্তির অনেক ঘরেই আজ ভালো রান্না হয়েছে শিশুর আবদারে। 

বড়লোক বাড়ি থেকে দেয়া মাংস তাদের ঈদের খুশিকে অনেক খানিই বাড়িয়ে দেয়। 

ছিন্নমূল শিশুরা জানায় আজকে মানুষ গরু জবাই করবে তারা মাংস চাইতে এসেছে, এর পাশাপাশি তারা খেলনা চাচ্ছে, জামাও চাচ্ছে, অনেক শিশুর শৈশবের একটি দিন কাটে ফ্ল্যাট বাড়ির সামনে মাংসের অপেক্ষায়। এটাই যে তাদের ঈদ আনন্দ। 

এসইউএ/ এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি