ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

‘বিদায়ী বছরে সহিংসতা কমেছে ৪৬৭টি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

২০১৭ সালে বাংলাদেশে সংখ্যালঘু (ধর্মীয় ও জাতিগত) ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর কমপক্ষে এক হাজার ৪টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। ২০১৬ সালে এ ধরণের ঘটনার সংখ্যা ছিল ১ হাজার ৪৭১টি। অর্থাৎ ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে সহিংসতার ঘটনা কমেছে ৪৬৭টি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক প্রতিবেদন এ তথ্য তুলে ধরা হয়েছে। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এসব তথ্য জানান।

সংখ্যালঘু (ধর্মীয় ও জাতিগত) ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার প্রতিবেদন-২০১৭ উপস্থাপন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়োজক পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হত্যাকান্ডের পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণায় গৃহীত পদক্ষেপের কারণেই ২০১৭ সালে এ ঘটনা তুলনামূলকভাবে কম হয়েছে।

রানা দাশগুপ্ত বলেন, ২০১৭ সালে সাম্প্রদায়িক হামলার ঘটনায় একাধিক ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। যার সংখ্যা আনুমানিক ৩০ হাজার। প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি। বিভিন্ন সহিংসতার ঘটনায় হত্যাকান্ডের শিকার হয়েছে ৮২জন। একই সময়ে আরও ২২টি রহস্যজনক মৃত্যুর ঘটনা ও মরদেহ উদ্ধার করা হয়েছে, যা হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হয়।

এছাড়া বিভিন্ন সহিংস হামলা ও শারীরিক নির্যাতনে আহত ও জখম হয়েছেন ১৮জন, ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনা ৪৪টি, এদের মধ্যে ৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। জমিজমা, ঘরবাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৪৭১টি। ঘরবাড়ি ও সম্পত্তি (শশ্মান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ) দখলের ঘটনা ঘটেছে ১১৪টি। দখল ও উচ্ছেদের তৎপরতা ১২০টি। প্রতিমা ভাঙচুর করা হয়েছে কমপক্ষে ২২টি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাজল দেবনাথ, ড. নিমচন্দ্র ভৌমিক, জয়ন্ত সেন দীপুভিক্ষু সুধীনন্দ প্রিয় প্রমুখ। প্রসঙ্গত, জাতীয় সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও সংগঠনের নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি