ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

বিদ্যুতের তার জড়িয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ১৮:৪৫, ৫ মার্চ ২০১৯ | আপডেট: ১৮:৫৩, ৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সংযোগের তার জড়িয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে আরএমপি ইট ভাটায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

দাউদপুর এলাকার আরএমপি ইট ভাটার (বর্তমান) মালিক রাজু আহমেদ জানান, মঙ্গলবার ভোরে ইটভাটা শ্রমিক আখিরা ভগবানপুর গ্রামের মৃত মোকসেদুল ইসলামের পুত্র মিঠু মিয়া (২৫) প্রতিদিনের ন্যায় ভাটায় মাটির কাজ করতে যায়। এক পর্যায়ে ইটভাটায় বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন।

পরে স্থানীয়রা মৃত মিঠু মিয়ার মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। দাউদপুর বাজারের ব্যবসায়ী শাহিনুর রহমান জানান, স্থানীয়ভাবে বিষয়টি নিস্পত্তি করা হয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানায় যোগাযাগ করা হলে অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান মৌখিকভাবে শুনেছি কেউ অভিযোগ দেয়নি।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি