বিধবা হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
প্রকাশিত : ১৬:২৫, ১৮ মে ২০২৫

রাজশাহীর পুঠিয়ায় তিন বছর আগে দায়ের হওয়া এক ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনায় জড়িত একমাত্র অভিযুক্ত হত্যার স্বীকারোক্তি দিয়েছে।
রাজশাহী পিবিআইর পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ‘২০২১ সালের ১৪ জুলাই পুঠিয়া থানায় অজ্ঞাতনামা আসামি করে এক বিধবা হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে আতিকুর রহমান। আদালতের নির্দেশে মামলার তদন্তভার পিবিআই রাজশাহীকে দেওয়া হয়।
দীর্ঘ তদন্তের পর পিবিআইর একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১৩ মে পুঠিয়ার মোল্লাপাড়া গ্রামের একটি ইটভাটা থেকে অভিযুক্ত উত্তম কুমার সরকারকে (৩৭) গ্রেপ্তার করে। পরদিন ১৪ মে আদালতে হাজির করে দুদিনের রিমান্ডে নেওয়া হয় উত্তমকে।
রিমান্ডে উত্তম স্বীকার করেন, জমি নিয়ে বিরোধের জেরে সে বিধবা আতেকা খাতুনকে হত্যার পরিকল্পনা করেন। হত্যার দিন মাঠে ছাগল চরাতে গেলে আতেকাকে বাঁশের মুগর দিয়ে মাথায় আঘাত করে এবং পরে ধারালো হাঁসুয়া দিয়ে গলায় কোপ মেরে হত্যা করে সে।
উত্তম কুমার ধোপাপাড়া গ্রামের মৃত সন্তোস কুমার সরকারের ছেলে। পেশায় সে ইটভাটা শ্রমিক।
পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, দীর্ঘ অনুসন্ধানে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে পিবিআই। আসামিকে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর আদালত তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এএইচ
আরও পড়ুন