ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বিধিনিষেধ তুলে নিলো ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ২৭ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ইংল্যান্ড করোনাভাইরাসের ওমিক্রন ধরনের জন্য যেসব বিধিনিষেধ জারি করেছিল বৃহস্পতিবার থেকে সে সব তুলে নিয়েছে।

গত দু’সপ্তাহে করোনা সংক্রমণ কমে যাওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

করোনার ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৮ ডিসেম্বর ব্রিটিশ কর্তৃপক্ষ তথাকথিত প্ল্যান-বি পরিকল্পনা বাস্তবায়ন করে।

এর আওতায় আবদ্ধ সকল জায়গাতে মাস্ক বাধ্যতামূলক এবং নাইটক্লাব ও ফুটবল খেলার মাঠের মতো জায়গাগুলোতে টিকা নেয়ার প্রমাণপত্র দেখাতে হতো।

এখন এসব নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ব্রিটেনের অনেক নাগরিকই তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে।

এদিকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও লন্ডনের গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক রয়ে গেছে। তবে মাধ্যমিক স্কুলের ক্লাশরুমে মাস্ক পরার প্রয়োজন হবে না।

এদিকে বিধিনিষেধ তুলে নেয়া হলেও করোনাভাইরাসে আক্রান্তদের অবশ্যই পাঁচদিন আইশোলেশনে থাকতে হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি