ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘বিনোদিনী’র ১২৪তম প্রদর্শনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ৩০ অক্টোবর ২০১৭

আবারও মঞ্চ মাতালেন মঞ্চকুসুম শিমূল ইউসুফ। দীর্ঘ এক বছর পর ‘বিনোদিনী’নাটকের মাধ্যমে তিনি মঞ্চে উঠলেন। রোববার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এটির মঞ্চায়ন হয়।

আধুনিক বাংলা নাট্যমঞ্চের প্রথম নারী অভিনেত্রী শ্রীমতি বিনোদিনী দাসীর লেখা আত্মজীবনীর আলোকে এর নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া। নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

শিমূল ইউসুফের মঞ্চে ফেরা প্রসঙ্গে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে তিনি কিছুদিন বিরতি নিয়েছিলেন। এ নাটকের মাধ্যমে শিমূল ইউসুফ আবারও মঞ্চে নিয়মিত হচ্ছেন।

গতকাল ‘বিনোদিনী’ নাটকটির ১২৪তম প্রদর্শনী হয়েছে।

উল্লেখ্য, ‘বিনোদিনী’ বিশ্বনাট্য অলিম্পিকস ও আন্তর্জাতিক মনোড্রামা উৎসবে মঞ্চস্থ হয় এবং প্রশংসিত হয়। অন্যদিকে নাসিরউদ্দিন ইউসুফের নির্দেশনায় ইংল্যান্ডের বিখ্যাত শেক্সপিয়রস গ্লোব থিয়েটারে মঞ্চায়িত বাংলা ভাষার প্রথম নাটক ‘দ্য টেম্পেস্ট’। আর এর অভিনেত্রী হিসেবেও শিমূল ইউসুফ বেশ আলোচিত।

 

এসএ / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি