ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপরে খোয়াই নদীর পানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ১৩ জুন ২০১৮ | আপডেট: ১০:৫৭, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ।

বুধবার সকাল ৮টায় নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হয়েছে। এর ফলে সেখান থেকে পানি নেমে খোয়াই নদীতে পানি বাড়তে থাকে। রাতেই পানি বিপদসীমা ছাড়ায় বলে জানান তিনি।

তিনি আরো জানান, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশগুলোতে পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ রয়েছে। পানি বৃদ্ধির কারণে শহরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া খোয়াই নদীর বাংলাদেশে প্রবেশমুখে ভারতীয় কর্তৃপক্ষ গেট খুলে দেওয়ায় পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাওহিদুল ইসলাম।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি