ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বিপাকে রাজ-শুভশ্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ২৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বিয়ের পর দুর্দান্ত সময় কাটাচ্ছেন টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী আর পরিচালক রাজ চক্রবর্তী। গত ১১ মে তাদের বিয়ে হয়। বিয়ের পর এটাই তাদের প্রথম পূজা। আর পূজায় তারা দু’জন একসঙ্গে চুটিয়ে আনন্দ করেছেন। পূজার ছবি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সেগুলো নিয়ে বেশ আলোচনাও চলছে।

কিন্তু একটি ভুলের কারণে নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে ‘পরাণ যায় জ্বলিয়া রে` খ্যাত এ নায়িকাকে।

আনন্দবাজার জানায়, আরেক অভিনেতা জয়দীপ কুণ্ডুর পারিবারিক পূজোয় নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করেছেন এ দম্পতি। সিঁদুর খেলার পর বিসর্জনে নাচতেও দেখা গিয়েছে তাদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভশ্রী একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে প্রথম সিঁদুর খেলার অভিজ্ঞতা শেয়ার করছেন তিনি। সবাইকে বিজয়ার শুভেচ্ছাও জানান।

ঠিক এখানেই প্রশ্ন তুলছেন ওয়েব অডিয়েন্সের একটা অংশ। গাড়ি চালানোর সময় ভিডিও শুট করা কি ঠিক? আবার সিটবেল্ট ছাড়াই বা কী ভাবে গাড়ি চালাচ্ছেন, এ সব নিয়েই প্রশ্ন উঠছে। যেখানে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে এত প্রচার চলছে, সেখানে কতটা সচেতনার পরিচয় দিলেন তিনি?

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি