ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

বিপুল পর্যটক সমাগম, টুরিস্ট স্পটে থাকা-খাওয়ায় ভোগান্তি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ৬ অক্টোবর ২০২২

একসাথে বিপুল পর্যটক সমাগমের সুযোগ নিচ্ছে হোটেল ও খাবারের দোকানগুলো। হঠাৎ বেড়ে গেছে ভাড়া, খাবারের দাম। কক্সবাজার, কুয়াকাটা ও পার্বত্য এলাকায় বেড়াতে এসে ভোগান্তিতে পড়েছেন হাজারো পর্যটক। এদিকে, বৃহস্পতিবার পর্যটকদের জন্য চালু হয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন মধ্যে জাহাজ চলাচল। 

শিক্ষা প্রতিষ্ঠানে চলছে টানা ছুটি। বেড়াতে বের হয়েছেন অনেকে। পর্যটন কেন্দ্রগুলোতে লাখো মানুষের ভীড়। সবচেয়ে বেশি সমাগম কক্সবাজারে। আর একসাথে বিপুলসংখ্যক পর্যটক আসায় আবাসিক হোটেলগুলো বাড়িয়ে দিয়েছে ভাড়া। পিছিয়ে নেই খাবারের হোটেলগুলোও। বাড়িয়ে দিয়েছে দাম।  

এ সবই হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। তবুও তারা বলছেন, পর্যটকদের যেকোন সমস্যা নিরসনে কাজ করছে প্রশাসন।

পটর্যটকদের পদচারনায় মুখর সাগরকন্যা কুয়াকাটা। তবে সেখানেও বেড়ে গেছে থাকা-খাওয়ার খরচ। দুর্ভোগে পড়েছেন ভ্রমণ পিপাসুরা।

পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। তবে অনৈতিকভাবে দাম বাড়িয়ে দেয়ার বিষয়টি সুরাহা হচ্ছে না।  

এদিকে, বৃহস্পতিবার থেকে সাগরপথে কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে চালু হয়েছে জাহাজ চলাচল। সাগর পথেও ছুটছেন হাজারো পর্যটক।

পাহাড়ের রানী রাঙামাটিতে নিন্মমানের খাবারসহ হোটেল ভাড়া বেশি নেয়ার অভিযোগ করেছেন পর্যটকরা।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে বেড়ানোর জন্য পর্যটকরা ছুটে এসেছেন দূর পাহাড়ে। হোটেল-মোটেলগুলোতে উপচেপড়া ভিড়। সেখানেও বেড়ে গেছে থাকা ও খাওয়া খরচ। 

রহস্যময় সুরঙ্গ, রিছাং ঝর্ণা আর মায়াবিনি লেকের টানে খাগড়াছড়িতে এসে গাড়ি, হোটেল কক্ষ ভাড়া ও খাবারের দাম বেশি রাখার অভিযোগ করেছে ভ্রমণ পিপাসুরা।

সব মিলে আবাসিক হোটেল ও খাবার ব্যবসায়ীদের দৌড়াত্ব্য আনন্দের ভ্রমণ অনেকের জন্য দুর্ভোগে পরিণত হয়েছে।  

এসবি/ 

  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি