ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

বিভিন্ন দাবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ চট্টগ্রাম শাখা মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ২২ মে ২০১৭ | আপডেট: ১৮:৩০, ২২ মে ২০১৭

Ekushey Television Ltd.

পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ চট্টগ্রাম শাখা।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম শাখার সভাপতি ড. আবুল আলা হোসাইন। এছাড়া মহানগরী ও জেলার বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ৫ শতাংশ প্রবৃদ্ধিসহ সব ধরণের উৎসব ভাতা দেয়া, আইসিটি শিক্ষা কার্যকর করা ও নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্ত করার দাবি জানান। অবিলম্বে এসব দাবি পূরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি