ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বিমানবন্দরে যাত্রীর পেটে ৫০ লাখ টাকার সোনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ১৪ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৬:০১, ১৪ জানুয়ারি ২০২০

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম- ফাইল ছবি

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম- ফাইল ছবি

Ekushey Television Ltd.

বিমানবন্দরে এক যাত্রীর পেটের ভেতর থেকে ৫০ লাখ টাকার সোনা উদ্ধার করেছেন গোয়েন্দারা। গতকাল সোমবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ সোনা উদ্ধার করা হয়। 

জানা যায়, সোমবার রাত ৯টায় মোহাম্মদ মোরশেদ নামের এক যাত্রী এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে আসেন। তার পেটের ভেতর থেকে এ সোনা উদ্ধার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের রাউজান। 

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোরশেদকে চ্যালেঞ্জ করা হয়। তার শরীর তল্লাশি করে প্রথমে কিছু পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজের মলদ্বারে সোনা থাকার বিষয়টি স্বীকার করে মোরশেদ। পরে বিশেষ উপায়ে বের করার পর মোট ৯৩৩ গ্রাম সোনা পাওয়া যায়।

তিনি আরও জানান, সোনাসহ আটক যাত্রী মোরশেদের বিরুদ্ধে কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি