বিশ্ব পানি দিবস আজ
প্রকাশিত : ১৫:৩০, ২২ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:৩০, ২২ মার্চ ২০১৭
আজ বিশ্ব পানি দিবস। দূষিত পানির অপচয় রোধে করণীয়-এই শ্লোগানে পালিত হচ্ছে এবারের দিবস। বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়ায় দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সারাদেশে খাল বিল নদীর পাশাপাশি ঢাকার চারপাশেও নদী দূষিত হওয়ায় কমে যাচ্ছে সুপেয় পানি। তাই পরিশোধন করে পূনর্ব্যবহারের তাগিদ দিয়েছেন তারা। তবে, ওয়াসা বলছে, ২০২৫ সালের মধ্যে রাজধানীর শতভাগ মানুষকে বিশুদ্ধ পানির আওতায় নিয়ে আসবেন তারা।
৫দশক আগেও বাংলাদেশে পানির প্রধান উৎস ছিল খাল-বিল, নদ-নদী বা পুকুর। সময়ের ব্যবধানে শুকিয়ে গেছে নদ-নদী। ভরাট হয়েছে জলাশয়। ফলে চাপ পড়েছে ভূগর্ভস্থ পানির উপর।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক গবেষনায় বলছে, পানির স্তর বছরে ২ থেকে ৩ মিটির কমেছে। ওয়াটার এইড বাংলাদেশের গবেষনায় ৩ কোটি ৩৩ লাখ মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত বলে তথ্য মিলেছে।
সেজন্য দ্রুত খুঁজতে হবে সুপেয় পানির উৎস। সেই সঙ্গে গুনগত মান বাড়াতে বলেছেন বলছেন এই বিশেষজ্ঞ। সুপেয় পানির জন্য ঢাকার চারপাশের নদীকে দূষনমুক্ত করার কথাও বলছেন তিনি।
তবে ভবিষ্যতে সংকটের সম্ভাবনা নেই বলে মনে করছে সংশ্লিস্ট কর্তৃপক্ষ। সুপেয় পানির জন্য সরকার মহাপ্রকল্প হাতে নিয়েছে বলে জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়াও বৃস্টির পানি ধরে বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে রাজধানীবাসী উদ্যোগ নিলে ওয়াসা সহযোগিতা করবে বলেও জানান তিনি।
আরও পড়ুন