বিশ্ব মেট্রোলজি ডে উদযাপন
প্রকাশিত : ১৪:২৯, ২১ মে ২০১৭ | আপডেট: ১৪:৫৯, ২১ মে ২০১৭

পরিমাপ পরিবহকের নিয়ন্ত্রক- শিরোনামে উদযাপন করা হলো বিশ্ব মেট্রোলজি ডে।
দুপুরে বাংলাদেশ স্ট্যার্ন্ডাড এন্ড টেস্টিং ইন্সটিটিউট-বিএসটিআই-এর মিলনায়তনে বিশ্ব মেট্্েরালজি দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে ক্রমবদ্ধমান শিল্পায়নের প্রেক্ষাপটে মানসম্মত পরিবহন খাতের বিকাশে করনীয় নিয়ে কথা বলেন আলোচকরা। পণ্য ও সেবার ক্ষেত্রে শিল্প উদ্যোগতা, ব্যবসায়ী ও ভোক্তাসহ সবাইকে মান ও পরিমাপ সম্পর্কে সচেতন হবারও আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।
আরও পড়ুন