ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী ধর্ষণ মামলার আসামিদের রিমান্ড মঞ্জুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ১২ মে ২০১৭ | আপডেট: ১৯:১০, ১২ মে ২০১৭

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদের ৬ দিন ও সাদমান সাকিফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আসামীদের হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। পরে আদালত ওই আদেশ দেয়। এদিকে, প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের মামলায় শুক্রবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয় সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে।
পুলিশ দু’জনের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানায়। আইনজীবীদের যুক্তিতর্ক শেষে সাফাত আহমেদের ৬ দিন ও সাদমান সাকিফের ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম রায়হানুল ইসলাম।
আসামিপক্ষের আইনজীবীরা বলেন, এটি উদ্দেশ্যমূলক মামলা।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে।
এদিকে, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে বলে জানিয়েছেন ঢাকা মহনগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর জালালাবাদ এলাকায় এক প্রবাসীর বাসা থেকে সাফাত ও সাদমানকে গ্রেপ্তার করে পুলিশ।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি