ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

বিশ্বের প্রথম ইউনিসেক্স কনডম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৩০ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:৩৪, ৩০ অক্টোবর ২০২১

যৌন স্বাস্থ্যের সুরক্ষা এবং জন্ম নিয়ন্ত্রণে কনডমের উপর বিশ্বের সকল দেশেই গুরুত্ব দিয়ে থাকে। সেই লক্ষেই মালয়েশিয়ার গাইনোকলজিস্ট জন তাং ইন চিং আবিস্কার করলেন ইউনিসেক্স কনডম।

বিশ্বের প্রথম এই ইউনিসেক্স কনডমের ঘোষণা দেওয়া মাত্রই বেশ সাড়া ফেলেছে। বিশ্বের প্রতিটি দেশ এর প্রতি আগ্রহ দেখিয়েছে।

ইন চিং গণমাধ্যমে জানান, এই কনডম সাধারণ কনডমের মতোই বাইরে আঠালো আবরণ রয়েছে। পানিরোধী এই কন্ডোমের উপর ইতিমধ্যে অনেক পরীক্ষা করে দেখা হয়েছে বলেও  জানান তিনি। 

তিনি আরো জানান, অতিরিক্ত সুরক্ষার কথা মাথায় রেখেই সঙ্গমের সময় নারী-পুরুষ উভয়ের ব্যবহার্য করে তৈরী করা হয় কনডমটি।

জানা যায়, একটি বাক্সে দুটি করে কনডম থাকবে। মূল্য নির্ধারণ করা হয়েছে ৩.৬১ ডলার। পলিইউরেথিন দ্বারা প্রস্তুত করায় নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এটি। 

ডিসেম্বর থেকে মালয়েশিয়ার বাজারে পাওয়া যাবে এটি। তারপর আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া হবে। 
সূত্র : আজকাল ইন
এমএম/ এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি