ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫

বিষ প্রয়োগে চীনা কোটিপতিকে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ২৮ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১০:৫০, ২৮ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ক্রিসমাসের দিনে বিষ প্রয়োগ করে চীনের কোটিপতি গেম নির্মাতা লিন কুইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সাংহাই পুলিশ। তিনি ছিলেন গেম নির্মাতা প্রতিষ্ঠান ইয়োজুর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।

এক বিবৃতিতে সাংহাই পুলিশ জানিয়েছে, এই বিষ প্রয়োগের জন্য জুহু নামে মি. লিনের একজন সহযোগীকে সন্দেহ করা হচ্ছে।

৩৯ বছরের লিন কুই ‘গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং’ গেমের জন্য বিশেষ পরিচিত পেয়েছিলেন। সব মিলিয়ে তার একশ’ কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়।

এই মৃত্যুর ঘটনার পরে তার প্রতিষ্ঠানের কর্মী এবং সাবেক কর্মী ইয়োজুর অফিসের সামনে সমবেত হন।

কোম্পানির ওয়েবসাইটের প্রাতিষ্ঠানিক ওয়েইবো সাইটেও একটি আবেগী বার্তা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বিদায় হে যুব। আমরা আবার একত্র হবো, একে অপরের প্রতি সদয় থাকবো, ভালোতে বিশ্বাস রাখবো এবং সব খারাপের বিরুদ্ধে লড়াই করে যাবো।’

এই বার্তায় হাজার হাজার মন্তব্য পড়েছে এবং ২৯ কোটি বার ওয়েইবোতে দেখা হয়েছে।

গেম অব থ্রোনসের বাইরেও ইয়োজু ব্রাউল স্টারস নামের আরেকটি জনপ্রিয় গেমও তৈরি করেছে। সূত্র: বিবিসি বাংলা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি