ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

বিয়ে কবে, জানালেন বনি-কৌশানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ২০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

টালিউডের তারকা জুটি বনি-কৌশানির প্রেমের কথা কারও অজানা নয়। তবে এতো দিন চুটিয়ে প্রেম করলেও বিয়ের বিষয়ে মুখ খোলেননি কেউই। এবার বিয়ে নিয়ে মুখ খুললেন কৌশানি।

আগামী ডিসেম্বরেই নাকি রেজিস্ট্রি করছেন বনি-কৌশানি। এমন গুঞ্জন সবখানে। কিন্তু এ কথাটা কৌশানিকে জিজ্ঞেস করতেই চমকে উঠলেন অভিনেত্রী। বললেন, ‘আমি কিন্তু প্রেম, সম্পর্ক, কোনও বিষয় নিয়েই লুকোছাপা করিনি। হঠাৎ লুকিয়ে রেজিস্ট্রি কেন করব? এই তো সবে কাজ শুরু হল। এখন সেটল করছি না।’

টলিপাড়ার খবর, ২০২১-এ বিয়ে করার কথা ছিল বনি ও কৌশানির। সেই প্রসঙ্গেই অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, ‘রেজিস্ট্রি করার কোনও প্ল্যান নেই। করোনার জন্য সব তো পিছিয়েই গেল! আমাদের বিয়েও করোনার জন্যই আরও এক বছর পিছিয়ে গেল। ২০২২-এর আগে আমি ও কৌশানি, কেউ বিয়ে নিয়ে ভাবছি না। এখন কাজে মন দিতে হবে।’

এদিকে, পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনায় নতুন সিনেমাতে কাজ করবেন বনি। ৫ অক্টোবর শুরু হচ্ছে সিনেমার শুটিং। এই সিনেমার শুট করতে বোলপুর যাচ্ছেন বনি। এই মার্ডার মিস্ট্রির সিনেমাতে তার সঙ্গে থাকছেন অঙ্কুশ, ঋতাভরী চক্রবর্তী এবং পালক।

লকডাউনের শুরুতে কৌশানির বাড়িতেই আটকে ছিলেন বনি। সেই সময় অভিনেতা কৌশানির হাতের রান্না খেয়ে রীতিমতো উচ্ছ্বসিত। বেশ কিছু দিন আগে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন এই রোম্যান্টিক জুটি। তবে কোনও নতুন সিনেমার জন্য নয়, বরং এক খুদে অতিথির জন্য। বনি-কৌশানির জীবনে ‘এন্ট্রি’ নিয়েছে এক মিষ্টি অতিথি। নাম তার ‘বাহুবলী’। কৌশানি নাকি নিজেই আদর করে রেখেছেন এই নাম। ছোট্ট বাহুবলীই হল কৌশানির রাখি পার্টনার। ছোট্ট হাতে ছোট্ট রাখিও পরিয়ে দিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে জানিয়েছেন, বাহুবলীর এক মাস পূর্ণ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কৌশানির সঙ্গে বনি আর কৌশানির কোলে এই বাচ্চাকে দেখে সকলের মনে হয়েছিল, লকডাউনে তাঁদের বুঝি বাচ্চা হল! 

হাসতে হাসতে সেই কথা প্রসঙ্গে কৌশানি বললেন, ‘বাচ্চাটা আমার বোনের। অভিনেত্রীদের কোলে সদ্যোজাত দেখলেই মানুষ ভাবে এটা তাঁর সন্তান!’
সূত্র : আনন্দবাজার
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি