ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বিয়ের পর প্রথম দুর্গাপূজায় রোমান্টিক মুডে রাজ-শুভশ্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ২২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:১০, ২২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সদ্য বিবাহিত টালিউড তারকা দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী। একজন ক্যামেরার সামনে, অন্যজন পেছনে থেকেই নিজ নিজ অবস্থান পোক্ত করেছেন ইন্ডাস্ট্রিতে। বিয়ের পর এবারই প্রথম পূজার উৎসব এক সঙ্গে উদযাপন করলেন তারা।

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি বরাবরই সোশ্যাল সাইডে সরব থাকতে পছন্দ করেন। নিয়মিত আপডেট প্রকাশ করে ভক্তদের সঙ্গে শেয়ার করেন দুজনেই। এবারের দুর্গাপূজা যে তাদের জন্য অন্যান্য বছরের চেয়ে একেবারেই ভিন্ন ছিল তা বোঝা গেছে প্রকাশিত ছবি দেখে। তারা নিজেদের উৎসব ও আনন্দের সব মূহুর্তগুলো ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেছেন ইনসটাগ্রামে।

যেখানে ছবিতে এ বছর দুর্গাপূজার বিজয়ার দিন কলকাতার বিখ্যাত কুণ্ড বাড়ির পূজার ভাসানে মেতে ছিলেন রাজ চক্রবর্তী। সঙ্গে ছিলেন ঘরনী শুভশ্রী। বিয়ের পর প্রথম পূজা বলে কথা। তাই রাজ আর শুভশ্রীকে এই বছর একটু স্পেশ্যাল মেজাজেই পাওয়া গেছে।

পুজোর বিভিন্ন সময়ের ছবিতে কখনও সিঁদুর খেলা, কখনওবা পূজার মেজাজে ঘনিষ্ঠতা প্রকাশ পেয়েছে। সবগুলো ছবিতেই রাজ ও শুভশ্রীকে বেশ মানানসই লেগেছে।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি