ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বীমার ফি পরিশোধের সুযোগ পাচ্ছে বিদেশে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ১০ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের শিক্ষাব্যয়ের সঙ্গে স্বাস্থ্য বীমার ফি পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে এধরনের ফি পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে- শুধুমাত্র সেসব বিশ্ববিদ্যালয়েই ফি পাঠানো যাবে।

আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকসময় মেডিকেল ইন্স্যুরেন্স (স্বাস্থ্য বীমা) বাবদ ফি প্রেরণের পূর্বশর্ত দেওয়া হয়। কিন্তু এতোদিন এজন্য অর্থ পাঠানো যেত না। তাই এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশে ভর্তিচ্ছু  শিক্ষার্থীর শিক্ষাব্যয়ের সঙ্গে স্বাস্থ্য বীমার ফিও পাঠাতে পারবে। তবে যেসব বিদেশি প্রতিষ্ঠান স্বাস্থ্য বীমা পাঠানো বাধ্যতামূলক করেছে- শুধুমাত্র তাদের অনুকূলে এ ফি পাঠানো যাবে। সেক্ষেত্রে ব্যাংককে প্রয়োজনীয় প্রমাণাদি সংরক্ষণ করতে হবে। এছাড়া বিদেশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অন্যান্য শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, বিদেশে পড়ালেখার ব্যয় ছাড়া শিক্ষার্থীরা ট্রানজিট ব্যয় বাবদ বছরে ৫০০ ডলার খরচ করতে পারেন। এছাড়া  ভর্তির প্রক্রিয়ায় মধ্যবর্তী সময়েও শিক্ষা ব্যয় পাঠানোর সুযোগ রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের অনুকূলে একমুখী টিকিটের বিপরীতে বৈদেশিক মুদ্রায় বার্ষিক ভ্রমণ কোটার অব্যবহৃত অঙ্কের সম্পূর্ণটাই নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি