বুবলীর প্রথম প্রেম
প্রকাশিত : ১০:৫২, ১০ মার্চ ২০১৮
সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ইতিমধ্যেই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এবার তিনি বিজ্ঞাপন চিত্রে নাম লেখালেন। সম্প্রতি একটি বিউটি সোপের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। সৌনাক মিত্রের পরিচালনায় বিজ্ঞাপনটির শুটিং হয়েছে কলকাতায়।
আর প্রথমবারের মতো বিজ্ঞাপনে কাজ করার অনুভূতি নিয়ে এ নায়িকা বলেন, ‘এক কথায় অনুভূতি অসাধারণ। গত দেড় বছরে অনেক টিভিসির অফার এসেছে। খুব ভালো কিছু অফার পেয়েছি। দায়বদ্ধতার জায়গা থেকে চাচ্ছিলাম, যে প্রোডাক্ট আমি লঞ্চ করব সেটা যেন গুণগতমানের হয়। শেষ পর্যন্ত এরকম একটি বিজ্ঞাপন পেয়ে গেলাম। বলতে পারেন ব্যাটে-বলে মিলে গেল। তাছাড়া এ কোম্পানিটি অনেক বড় একটা ব্রান্ড এ দেশে। অফারটা যখন পেলাম ভীষণ ভালো লাগল। তাছাড়া এটি হলো আমার প্রথম বিজ্ঞাপন। তাই আজীবন মনে থাকবে এর কথা। বলতে গেলে বিজ্ঞাপন জগতে এটি আমার প্রথম প্রেম।’
এ পর্যন্ত বুবলী যতগুলো সিনেমায় অভিনয় করেছেন তার সবগুলোই শাকিব খানের সঙ্গে। এছাড়া আরও বেশ কয়েকটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। মোট কথা শাকিব ছাড়া বুবলী যেনো অচল। কিন্তু এবার সেই ধারণা ভুল প্রমাণ করলেন বুবলী।
এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘বেশ কিছুদিন আগে এরকম একটা পণ্যের বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছিলাম। আয়োজন অনেক ভালো ছিল। কিন্তু পণ্যটা মনে ধরেনি। তাই ওই প্রস্তাবটা প্রত্যাখ্যান করি। আমি কাজের মানের সঙ্গে কখনো সমঝোতা করতে চাই না।’
নতুন এই বিজ্ঞাপন নিয়ে বুবলী আরও বলেন, ‘এবার একটু ভিন্ন অভিজ্ঞতা হলো। এখানে ৩০-৪০ সেকেন্ডের মধ্যে সবকিছু ফুটিয়ে তুলতে হয়। এটা অনেক কঠিন একটি কাজ। খুব কষ্ট করে কাজটা করেছি। তবে বিজ্ঞাপনের ক্ষেত্রে কাজের ফলাফলটা তাড়াতাড়ি পাওয়া যায় আর দর্শকদের কাছাকাছি সবসময় থাকা যায়। বড় পর্দাকে যদি টেস্ট খেলা ধরি বিজ্ঞাপনটা হলো টি-২০।’
উল্লেখ্য, বুবলী ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় সুপারহিরো সিনেমার ৬০ ভাগ কাজ শেষ করেছেন। ‘চিটাগাংয়্যা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’র শুটিং শেষ করেছেন। এখন চলছে ডাবিংয়ের কাজ। এছাড়া নতুন কিছু প্রজেক্ট নিয়ে কথা চলছে।
এসএ/










