ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

বুড়িগঙ্গায় ট্রলারডুবিতে একজনের লাশ উদ্ধার

প্রকাশিত : ১৫:২৪, ১১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় সতেন্দ্র (৫৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করে ট্রলারে থাকা লাশটি উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস থেকে লাশ বুঝে নেয় কেরানীগঞ্জ থানা পুলিশ। এরপর নিহতের জামাই দিপক চন্দ্র দাস লাশ শনাক্ত করলে পুলিশ তার কাছে লাশ হস্তান্তর করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বলেন, ট্রলারডুবির ঘটনায় আমাদের জানামতে একজন ব্যক্তিই নিখোঁজ ছিল। সে হিসেবে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার ও ট্রলার শনাক্ত করার পর উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। পরে বিআইডব্লিউটিএ ট্রলারটি উদ্ধার করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি