ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া যাত্রীবাহি ট্রলারটি উদ্ধার করা হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ১৩ জুন ২০১৭ | আপডেট: ১৪:৪৭, ১৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া যাত্রীবাহি ট্রলারটি উদ্ধার করা হয়েছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল ১১ টার দিকে উদ্ধার করে ট্রলারটি তীরে আনা হয়। একই সঙ্গে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষানা করে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। প্রায় শতাধিক যাত্রী নিয়ে সোমবার রাতে সদরঘাটের ওয়াইজ ঘাট থেকে কেরানীগঞ্জের নগরমহল যাওয়ার পথে একটি বালুবাহী ট্রলারের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মিয়া এবং প্রনব চক্রবর্তির সহায়তায় জসিম জুয়েলের রিপোর্ট।

প্রায় ১২ ঘন্টা চেষ্টার পর মঙ্গলবার সকালে উদ্ধার হয় বুড়িগঙ্গায় ডুবে য্ওায়া ট্রলারটি।
এর আগে গতরাত থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনা স্থলে ট্রলার সনাক্তকরনে কাজ করে যাচ্ছিল। সকালে ট্রলারটির অবস্থান শনাক্ত করার পর সেটি উদ্ধার করা হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
অভিযান সমাপ্ত ঘোষনা করে বিআইডব্লিউটিএ এর উদ্ধার অভিযানের প্রধান ফজলুর রহমান বলেন, ট্রলারটি উদ্ধার করা হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে বেরী আবহাওয়া এবং নদীতে পানি বেশী থাকায় উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে ট্রলারে থেকে বেঁেচ যাওয়া যাত্রীরা বলেন, ট্রলারটিতে অতিরিক্ত যাত্রী নেয়ায় ফলেই এই দূঘটনা ঘটে।
তবে বালুবাহি ট্রলারটি আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি