ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

বৃষ্টিস্নাত থাকবে ঈদের দিন

প্রকাশিত : ১৩:৩৩, ৫ জুন ২০১৯ | আপডেট: ১৪:৫৯, ৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ফজরের পর আজ বুধবার সকাল হতে না হতেই বৃষ্টির আদুরে আলাপনে রাজধানী ঢাকাসহ প্রায় সারাদেশই ভিজেছে। কোনো অঞ্চল ভিজে একদম একসার, আবার কোনো অঞ্চল ভিজেছে একটু আধটু। কিন্তু বৃষ্টির এই ছোঁয়া থেকে যেন বাদ যায়নি দেশের কোনো মাটি।

এ বৃষ্টি মাথায় নিয়েই ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ পড়তে ঈদগাহে যান। বৃষ্টির আশঙ্কা মাথায় রেখেই দেশের বিভিন্নস্থানে খোলা জায়গায় ঈদগাহের পাশাপাশি মসজিদে-মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়।

বৃষ্টি মাথায় নিয়েই সারাদেশে পবিত্র ঈদুল ফিতরের উৎসব উদযাপন হচ্ছে। আজ সারাদিন এবং আগামীকাল বৃহস্পতিবারও সারাদেশে বৃষ্টি হবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সারাদেশেই বৃষ্টি হবে। আজ সকালে তিন ঘণ্টায় (৬টা থেকে ৯টা পর্যন্ত) রাজধানী ঢাকায় ৩৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ ও আশপাশে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

তিনি বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল এ পাঁচটি বিভাগে ভারি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।’

এদিকে দেশজুড়ে রাতে ও সকালে বৃষ্টি হওয়ার কারণে এরই মধ্যে দেশের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমেছে। এমন বৃষ্টিপাত হলে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানা যায়।

সকাল থেকে বৃষ্টি হওয়ায় রাজধানীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ব্যস্ততম ধানমণ্ডি ২৭ নম্বর, ফার্মগেট, বিজয় স্মরণি, আগারগাঁও এলাকায় হাঁটু পর্যন্ত পানি জমতে দেখা গেছে। এসব এলাকায় কোথাও কোথাও ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি বিকল হয়ে যেতে দেখা গেছে। পরে সেগুলোকে র‍্যাকার দিয়ে সরিয়ে নেওয়া হয়।

জলাবদ্ধতার কারণে ঈদের দিনে মানুষ ভোগান্তিতে পড়েছে। মানুষ ঘর ছেড়ে বের হতে পারছে না। নিতান্তই প্রয়োজন ছাড়া মানুষ এমন দিনেও ঘরকুনো হয়ে থাকতে চাইছে। যারাই রাস্তায় একটু আধটু বের হয়েছেন তারা আবার পরিবহনের সংকটে যেতে পারছেন না নির্দিষ্ট গন্তব্যে। ছোট ছোট রাস্তার একমাত্র বাহন রিক্সাও সংখ্যায় কম রয়েছে। মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে এই পানি জমেছে। বৃষ্টি বন্ধ হলে পানি দ্রুতই নেমে যাবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি