ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেঁচে থাকার আশা দেবে ‘উমা’ (টিজার)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ১৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

এক অসুস্থ কানাডিয়ান ছেলে ইভান। তার জীবনের শেষ ইচ্ছা ক্রিসমাস দেখা। কিন্তু ক্রিসমাস আসতে আসতে ইভান নাও থাকতে পারে পৃথিবীতে। তাই শেষ সাধ পূরণ করার জন্য ইভানের বাবা ক্রিসমাসের আগেই ছেলের জন্য উৎসবের আয়োজন করেন। এদিকে ইভানের সময় ফুরিয়ে আসছিল। তাই সময়কে বন্দি করেছিলেন তাঁর বাবা। ২০১৫ সালের এই ঘটনার পর ইভান পরিচিত হয়, ‘দ্য বয় হু মুভড ক্রিসমাস’ নামে।

সেই গল্প পড়ে কেঁপে উঠেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরবর্তিতে এ গল্পকে পর্দায় দেখাতে চাইলেন তিনি। ফ্রেমবন্দি করার সিদ্ধান্ত নিলেন সৃজিত। যেমন চিন্তু তেমন কাজ। তবে ক্রিসমাস বদলে গেছে দুর্গাপুজায়। সৃজিত বললেন, ‘ইভানের গল্প আমাদের যে ভাবে আশার কথা বলে, একতার কথা বলে, উমাও ঠিক তাই।’

অবশেষে ‘উমা’ আসছে। দুর্গাপুজো নিয়ে আসছে। বাবা-মেয়ের গল্প নিয়ে আসছে। ফুরিয়ে যাওয়া সময়কে বন্দি করতে আসছে। যদিও বৈশাখের আগেই মুক্তি পেয়েছে সিনেমার টিজার।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, ‘উমার টিজার আমাদের বেঁচে থাকার আশা দেয়।’

এই সিনেমাতে ডেবিউ হবে যিশু সেনগুপ্তের মেয়ে সারার। যিশু এবং সারা রয়েছেন মুখ্য চরিত্রে। এ ছাড়াও অঞ্জন দত্ত, রুদ্রনীল ঘোষ, অভিজিত্ গুহ, অনির্বাণ ভট্টাচার্য, নীল মুখোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয় দেখার সুযোগ মিলবে এই সিনেমাতে। মুক্তির আগেই নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, লন্ডন ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব আলবেরতা ‘উমা’কে স্বীকৃতি দিয়েছে।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি