ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

বেকার ছেলেকে বিয়ে না করার পরামর্শ জেলা প্রশাসকের

প্রকাশিত : ১৯:৪৫, ২৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৯:৫৫, ২৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেছেন, তোমরা বেকার ছেলেদের বিয়ে করবে না। তাদেরকে (বেকারদের) বিয়ে করা উচিৎ নয়। তোমরা যাকে বিয়ে করবে সে যেন প্রতিষ্ঠিত হয়। সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার বাঁলিগাও উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছেলেদের উদ্দেশে মো. ওয়াহিদুজজামান বলেন, তুমি প্রতিষ্ঠিত না হয়ে চাকরি-বাকরি না করে কোনো দিন বিয়ে করবে না। তাহলে জীবনে চরম পরাজয় আসবে। তোমাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে। তা হলেও কিছু না কিছু তোমাকে করতে হবে। তারপর বিয়ের চিন্তা করবে।

দেশকে ভালোবাসতে না পারলে নিজের সুন্দর আগামী গড়াও সম্ভব না মন্তব্য করে তিনি জানান, শিক্ষার্থীদের মনে রাখতে হবে সুশিক্ষিত দক্ষ নাগরিক দেশের সম্পদ। আর সে লক্ষ্যেই পড়াশোনায় মনোযোগ দিতে হবে। এটা তাদের দায়িত্ব। দক্ষ-শিক্ষিত প্রজন্মই এগিয়ে নেবে দেশকে।

তিনি আরও বলেন, যিনি এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, এ দেশের মানুষকে মুক্তি দিয়েছেন সেই মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অবশ্যই কর্তব্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের দল মত নির্বিশেষ সবার নেতা। তাকে অসম্মান করা মানে দেশকে অসম্মান করা।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, ফেনী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার প্রমুখ।

বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- চন্দন কুমার দাস ও বিনতে ইয়াসমিন মিতু। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জয়ন্তী রাণী শর্মা। অনুষ্ঠানে পরিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। এছাড়া এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।


এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি