ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

বেকার লোকের অভাবে মূল্য বেড়েছে শ্রমের: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭:৫৩, ১৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন কাজের লোক খুঁজে পাওয়া যায় না। তাদের চাহিদা বেড়েছে। বেকার লোকের এই অভাবের কারণেই শ্রমের মূল্য বেড়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান বলতে চাকরী নয়। ব্যবসায় বাণিজ্যও বুঝায়। এখন দেশে ব্যাপক কর্মসংস্থান আছে। আমরা প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে কর্মক্ষম করেছি। এই তো কিছু দিন আগে ধান কাটার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আপনারই পত্রিকায় লিখেছেন। ধান কাটার লোকের অভার হচ্ছে।

সব মানুষকে তো চাকরি দেওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, ১৬ কোটি মানুষকে কি চাকরী দেওয়া যায়। পৃথিবীর কোন দেশই কি সব মানুষকে চাকরি দিতে পারে। আমরা চাকরি কথা বলিনি। বলেছি কর্মসংস্থানের কথা।

আগামীতে আরও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১০০ প্রজেক্ট তৈরী করেছি। এখানে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। শ্রমের মূল্যের বেড়ে গেছে। বেকার লোকের অভাবে শ্রমের এ মূল্য বেড়েছে।

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি