ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২২ অক্টোবর ২০১৭

ভেন্যু জটিলতায় চলতি বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের আয়োজন করা হচ্ছে না। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উৎসবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে ২০১১ সাল থেকে নিয়মিত এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে এবারই প্রথম এই উৎসব হচ্ছে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বড় পরিসরের এ উৎসব আয়োজনের জন্য নিরাপত্তা, যাতায়াত সুবিধা ও মানুষের জমায়েতের জন্য উপযুক্ত জায়গার বিষয়টি সময়মতো মীমাংসা না হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২০১৭ সালের বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের পরিকল্পনা বাতিল করা হয়েছে।

আয়োজকরা জানান, ২৩ থেকে ২৭ নভেম্বর এ উৎসব হওয়ার কথা ছিল। উৎসবে দুই শতাধিক শিল্পী-কলাকুশলীর অংশ নেওয়ারও কথা ছিল। তাঁদের এরই মধ্যে উৎসব বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

 

এসএ / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি