ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বেনাপোলে ১ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ১৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল বাজার থেকে ১ কেজি ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ মিলন হোসাইন (২৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫৫ লাখ টাকা।

বুধবার সকাল ৮টার দিকে বেনাপোল বাজার থেকে বাহাদুরপুর সীমান্তে যাওয়ার সময় তাকে আটক করা হয়। বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি  জানায়, সোনার একটি চালান নিয়ে বাহাদুরপুর বাজার হয়ে ভারত সীমান্তে যাবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বাহাদুরপুর সড়কে আগে থেকে গোপন অবস্থানে থাকে। এসময় মিলন হেঁটে যাওয়ার সময় তার সন্দেহজনক গতিবিধি দেখে বিজিবি সদস্যরা তাকে আটক করে শরীর তল্লাশি করে ২টি স্বর্ণের পায়। পরে আটককৃতকে সোনাসহ বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি