ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

বেনাপোল বন্দরে আগুন: পুড়লো পণ্য ও গুরুত্বপূর্ণ কাগজপত্র

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৭, ২১ অক্টোবর ২০২২

দেশের সর্ববৃহৎ যশোরের বেনাপোল স্থলবন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিসে আগুনে আমদানি পণ্যসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। বন্দরের শ্রমিক ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ১০টায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

বন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, রাত ১০টার দিকে হঠাৎ করে বন্দরের ৩২ নম্বর কেমিক্যাল পণ্যগারের অফিস রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন অফিস রুম থেকে ছড়িয়ে পড়ে পণ্যগারে। তবে দ্রুতই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায়। 

এ নিয়ে গত এক বছরে বেনাপোল বন্দরে ৪টি ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিরোধ ব্যবস্থায় বন্দরকে আরও সাবধানতা বাড়াতে হবে বলে জানান ব্যবসায়ীরা।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে জানা গেছে। 

তিনি বলেন, “বন্দরের বৈদুত্যিক লাইনগুলো অতি পুরানো। তাদেরকে বার বার বলার পরও লাইন মেরামতের কোন উদ্যোগ নেয়নি।”

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, “সঠিক সময়ে ফায়ার সার্ভিসের টিম আসায় বড় ধরনের ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে কিছু বলা যাবে না।”
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি