ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বেনাপোল বাজারে সোনালী ব্যাংকের বুথ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল বাজারে ব্যাংকের ট্রেজারি শাখা ও বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে সোনালী ব্যাংকের পাসপোর্ট যাত্রীদের ভ্রমণ করের নতুন বুথ উদ্বোধন করলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
শনিবার সকাল ৯টার সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ট্রেজারি শাখার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সোনালী ব্যাংকের ডিজিএম সিরাজুল ইসলাম, জিএম আমির হোসেন, বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য সৈয়দ জাহিদুল হক, বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (প্রশাসন) রেজাউল করিম, কাস্টমসের ডেপুটি কমিশনার জাকির হোসেন, বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার রকিবুল হাসান প্রমুখ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি