ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪২, ১৭ অক্টোবর ২০২২

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিনসহ জহিরুল বিশ্বাস (৩০) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (১৬ অক্টোবর) গভীর রাতে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটক জহিরুল ওই গ্রামের মৃত হাসান আলী বিশ্বাসের ছেলে। 

বিজিবি জানায়, গোপন সূত্রে জানা যায় বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামের কামারবাড়ী মোড়ে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুটখালি ক্যাম্পের একদল বিজিবি সদস্য সেখানে অভিযান চালালে সন্দেহভাজন এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় তাকে আটক করে দেহ তল্লাশি করলে কোমরে লুকানো অবস্থায় একটি বিদেশি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করে খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান জানান, আটক আসামিকে একটি নাইম এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ অস্ত্র আইনে মামলা দিয়ে সোমবার সকালে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

আটক ব্যক্তি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি