ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

বেনাপোলে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত : ১৯:০৩, ১০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক আরিফুল পুটখালী গ্রামের মৃত আব্দুস সাত্তার মোড়লের ছেলে।

বিজিবি জানায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুটখালী মসজিদ বাড়ি বিজিবি’র চেক পোস্টের সামনে থেকে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্যসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি