ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বেনাপোলে বিদেশি মদ-ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ৩

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৬, ১৩ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় পৃথক দুটি অভিযানে ৭০ বোতল ফেনসিডিল ও ৫ বোতল বিদেশি মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে বেনাপোল পোর্ট থানার রেলস্টেশন রোডের সামনে থেকে ৩ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়। অপর দিকে ছোট আঁচড়া গ্রামের নতুন থানা ভবনের পেছন থেকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাদিপুর গ্রামের পল্টু সর্দারের ছেলে মেহেদী হাসান (২১), দিঘীরপাড় গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে গফ্ফার সরদার (৪৩) ও বড় আঁচড়া গ্রামের কাওছার মোল্লার ছেলে মুসা মোল্লা (২৪)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মদ, ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি