ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় বাজি স্যান্ডেল জব্দ

প্রকাশিত : ২০:২৭, ১৩ জুলাই ২০১৯

বেনাপোল পোর্ট থানার বারপোতা সীমান্ত ও আমড়াখালি চেকপোস্ট থেকে বিপুল পরিমাণ ভারতীয় বাজি, স্যান্ডেল, ইমিটেশন, জামারপুতি ও গোল্ডেন সুতা জব্দ করেছে বিজিবি সদস্যরা। শনিবার দুপুরে এ চালানটি জব্দ করা হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ভারতীয় বুড়িমার বাজি ও স্যান্ডেল এনে বারপোতা গ্রামের পাকা রাস্তার উপর অপেক্ষা করছে। এমন খবরে রঘুনাথপুর বিওপি’র একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা মূল্যের ২৪ হাজার ৭শ ৬৮ পিস ভারতীয় বুড়িমার বাজি ও ১৮ জোড়া স্যান্ডেল জব্দ করেন।

অপরদিকে আমড়াখালি বিজিবি চেকপোস্টের সদস্যরা শনিবার বিকালে ঢাকাগামী বাস তল্লাশি করে ভারতীয় ইমিটেশন, জামারপুতি ও গোল্ডেন সুতা জব্দ করেন। যার মূল্য ৪ লাখ টাকা। জব্দকৃত মালামালের মোট মূল্য ১৭ লাখ টাকা। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এনএম/কেআই


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি