ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বেনাপোলে যাত্রীর পেটে মিলল ৪টি স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪০, ১১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় চার পিস স্বর্ণের বারসহ এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা। তবে তাঁর সঙ্গেথাকা দুলাল হোসেন ব্যাপারী নামে একজন পাসপোর্টযাত্রীর কাছে কোন কিছু না পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুরের দিকে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত পাসপোর্ট যাত্রী হলো শরিয়তপুর জেলার পালং থানার চাতানিকানদি গ্রামের আব্দুল হালিমের ছেলে ইমাম হোসেন জীবন (২৪)। 

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, স্বর্ণ পাচারকারী সন্দেহে দুইজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞসা পূর্বক তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের মধ্যে ইমাম হোসেন জীবন স্বীকার করে যে তার পেটের ভেতর বিশেষ কায়দায় স্বর্ণ লুকানো রয়েছে। পরবর্তীতে এক্স-রে করে ইমাম হোসেন জীবনের পেটের ভেতরে চার পিস স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায় এবং তা উদ্ধার করা হয়। স্বর্ণের বারসহ আইনি প্রক্রিয়ায় জীবনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। দুলাল হোসেন ব্যাপারীর কাছে কিছু পাওয়া যায়নি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি