ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

বেনাপোলে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় সভা

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:১৪, ২৬ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চোরাচালান রোধ, নারী শিশু পাচার এবং সম্পর্ক উন্নয়ন নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মত বিনিময় হয়েছে। সোমবার দুপুর ১২ টার সময় বেনাপোল বিজিবি কোম্পানি সদরে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবি‘র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আল মামুন। এসময় বিজিবির পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধান দেওয়া হয়। 

সভায় খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আল মামুন বলেন, সীমান্ত দিয়ে স্বর্ণ, নারী-শিশু পাচারসহ অন্যান্য পণ্য চোরাচালান বন্ধ করা বিজিবির একার পক্ষে সম্ভব নয়। যদি সাংবাদিকরা সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করে, তাহলে সহজেই সীমান্তের সব অপরাধ দূর হবে। উভয় উভয়কে সহযোগিতা করলে, তবেই চোরাকারবারিরা আইনের হাতে সহজেই ধরা পড়বে। সাংবাদিকদের কাছে যদি কোন তথ্য থাকে, তাহলে তারা সেটা প্রচার করলে, বিজিবি সদস্যদের প্রকৃত অপরাধীদের ধরতে বেগ পেতে হবে না। সর্বোপরি সাংবাদিকদের সীমান্তের অপরাধ দমনে পাশে থাকতে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, কেউ ভুলের উর্দ্ধে নয়। কাজ করতে গেলে ভুল হতে পারে সে রকম কোন ঘটনা ঘটলে পরস্পর আলাপ আলোচনার মধ্যে সংশোধন করে নেওয়ারও কথা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী, খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স), বেনাপোল প্রেসক্লাবেরর সভাপতি মহসিন মিলন, সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন, সহ-সভাপতি কাজী শাহজাহান সবুজ, এম আর রাশু, শার্শা প্রেসকাব এর সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, এম এ রহিম, কামাল হোসেন, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি এনামুল হক, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল হক, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি আয়ুব হোসেন পক্ষী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপনসহ স্থানীয় বেনাপোল ও শার্শার সাংবাদিকবৃন্দ। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি