ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

বেনাপোলে ৫০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ১৯:১৫, ৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালির খলশি সীমান্ত থেকে এক কেজি ওজনের ৫০ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় খলশি স্কুলের পাশে একটি ধান ক্ষেত থেকে স্বর্ণের বারটি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, খলশি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করবে এক পাচারকারী। এ সময় পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান বিজিবি সদস্যদের নিয়ে খলশি স্কুলের পাশে একটি ধান ক্ষেতে অবস্থানে নেয়। ওই পাচারকারী স্বর্ণের বার নিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় ধাওয়া দিলে পাচারকারী স্বর্ণের বারটি ফেলে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে এক কেজি ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার স্বর্ণের বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত স্বর্ণ রাস্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি