ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

বেলকুচিতে ভোটের ফলাফল প্রত্যাখান করে সড়ক অবরোধ

প্রকাশিত : ২১:১২, ১১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের ভোটের ফলাফল প্রত্যাখান করে আঞ্চলিক সড়ক অবরোধ করেছে স্বতন্ত্র প্রার্থী মীর সিরাজুল ইসলাম ও তার সমর্থকরা।

সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে আঞ্চলিক সড়কের সুবর্নসাড়া এলাকায় সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর ও রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করেন। এতে সিরাজগঞ্জ-বেলকুচি সড়কে যানচলাচল বন্ধ হয় যায়।

স্বতন্ত্র মীর সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনে আমি বিজয়ী হলেও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসন আরেক স্বতন্ত্র প্রার্থী সাজেদুল ইসলামের পক্ষ নিয়ে গভীর রাতে ফলাফল পাল্টে দিয়ে ২৫ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন। অবিলম্বে কয়েকটি কেন্দ্রে পুনভোটসহ ফলাফল পুনগননা করার দাবী জানান। এর আগে তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেও কারচুপির অভিযোগ তুলেন। উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মাত্র সাড়ে নয় হাজার ভোট পায়। আর দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, উপস্থিত নেতাকর্মীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চলছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি