ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

বৈশাখকে স্বাগত জানাতে মালয়েশিয়ায় ব্যাপক প্রস্তুতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ১২ এপ্রিল ২০১৮

একদিন বাদেই বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ।  পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের প্রথম দিন নব উল্লাসে মেতে উঠবে কোটি বাঙালি।  এ দিনটিতে পুরনোর জীর্ণতা, গ্লানি, ভেদাভেদ ভুলে নতুনকে আহ্বান জানাতে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা বর্ষবরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। 

"এসো হে বৈশাখ এসো এসো" বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে ১৪২৪ বাংলাকে বিদায় জানিয়ে ১৪২৫ কে স্বাগত জানাতে পর্যটন নগরী মালয়েশিয়ায় প্রতিবারের ন্যায় বাঙালি কমিউনিটির মধ্যে চলছে তাই বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি। আর সেই চিরায়ত ঐতিহ্যকে বরণ করতে রাত-দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মালয়েশিয়ার বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থী ও বিভিন্ন প্রবাসী সংগঠনগুলো।  নতুন বছরকে স্বাগত জানাতে উন্মুখ মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসী অঙ্গণ।  বাঙালির প্রাণের এই উৎসব মূলত ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিসত্তার প্রতীকী উপস্থাপনা।

প্রবাসীদের আয়োজনে মালয়েশিয়ায় এবারও বর্ষবরণের অনুষ্ঠান আয়োজনে প্রস্তুত বেশ কয়েকটি সংগঠন।  সময়ের পরিক্রমায় গত কয়েক বছর ধরে মালয়েশিয়ায় বৃহৎ ও সার্বজনীন এক উৎসবে পরিণত হয়েছে বাংলা বর্ষবরণ।  অন্যান্য বারের চেয়ে এবার আরো সাড়ম্বরে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে বলেও জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

এবার বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দূতাবাস, মালয়েশিয়া বাংলাদেশ এসোসিয়েশন (এমবিএ), বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়া, আমরা প্রবাসী যুব সংঘ মালয়েশিয়াসহ বেশ কয়েকটি সংগঠন। এছাড়া বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোতে পান্তা ইলিশসহ হরেক রকম খাবারের পসরা সাজানো থাকবে প্রতিবারের ন্যায়। 

এদিকে ২৮ এপ্রিল কুয়ালালামপুরের ক্রাফ্ট কালচারাল কমপ্লেক্সে বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএ) দিনব্যাপী থাকছে পান্তা ইলিশ ভোজন এবং  বাউল গানের আসর।  বাংলাদেশের কৃষ্টি কালচার, ইতিহাস ও ঐতিহ্য এ অনুষ্ঠানে তুলে ধরা হবে বলে জানান আয়োজকরা।  থাকছে র‌্যাফেল ড্র সহ আরো নানা আয়োজন।  ২৯ এপ্রিল বাংলাদেশ দূতাবাস কর্তৃক পহেলা বৈশাখ পালন করা হবে।

অনুষ্ঠানটি সফল করতে গত ৩ এপ্রিল ‘বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া’র কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি